ডাঃ মুজিব রুবি মডেল হাই স্কুল গতানুগতিক ধারার বাইরে সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী নিয়মতান্ত্রিক পন্থায় যুগোপযোগি আধুনিক মানের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান। দেশের অন্য যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে অত্র প্রতিষ্ঠানের শিক্ষাদান পদ্ধতি ও সহ শিক্ষামূলক কার্যক্রম ভিন্নতর। ফলে শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত হয়ে প্রশ্ংসনীয় দক্ষতার ও সাফল্যের স্বাক্ষর রাখতে সক্ষম হবে ইন শা আল্লাহ। অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাদ্বয় আলহাজ্ব ডাঃ এ কেএম মুজিবুর রহমান ও আলহাজ্ব ডাঃ ফেরদৌসী বেগম (রুবি)কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের ঐকান্তিক প্রচেষ্টায় ও পরিশ্রমে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে সৃজনশীলতার মানসে ভবিষ্যতের আলোকিত মানুষ গড়ার সুতিকাগার হিসেবে এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছেন। আত্নার উৎকর্ষতা, চরিত্রের দৃঢ়তা, ব্যক্তিত্বের উম্মেষ সর্বোপরি মনুষ্যত্বের বিকাশ সাধনে সুশিক্ষার গুরুত্ব অপরিসীম।প্রতিষ্ঠার প্রথম বছর থেকে সংশ্লিষ্টসকলের প্রত্যাশা পূরণের মূলে রয়েছে সুনিপুণ শিক্ষাদান পদ্ধতি ও সুশৃংখল ব্যবস্থাপণা। জ্ঞানে, শৃংখলায়, আচরণে, শরীরচর্চায়, খেলাধুলায়, সাংস্কৃতিককর্মকান্ডে এবংমানবিক গুণাবলীর একজন শিক্ষর্থী যাতে সঠিক ভাবে বেড়ে উঠতে পারে, বর্তমান বিশ্ব সভ্যতায় অবদান রাখতে পারে,সে লক্ষ্যেই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। চার পাশে অফুরন্ত সবুজের সমারোহ ও গ্রামীণ নির্জনতা প্রতিষ্ঠানটিকে দান করেছে ধ্যান গম্ভীর মগ্নতা। নিরবচ্ছিন্ন জ্ঞান সাধনার জন্য এ রকম পরিবেশই একান্ত অনুকূল। মনোরম প্রাকৃতিক পরিবেশের সাথে সমন্বয় সাধন করে একটি শিক্ষা উপযোগী পরিবেশ গড়ে তোলা হয়েছে। অভিভাবকদের আন্তরিক সহযোগিতা, শিক্ষক মন্ডলীর নিরন্তর প্রচেষ্টা এবং শিক্ষার্থীদের কঠোর অধ্যবসায় এ তিনের সমন্বয়ে প্রতিষ্ঠানটির সাফল্য উত্তরোত্তর বৃদ্ধিপাবে। এ লক্ষ্য অর্জনে সৃষ্টিকর্তা আমাদের সহায় হোন।