দেশের অন্য যে কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডাঃ মুজিব-রুবি মডেল হাইস্কুলের শিক্ষাদান পদ্ধতি ও সহ শিক্ষামূলক কার্যক্রম ভিন্নতর। ফলে জ্ঞানে, শৃংখলায়, আচরণে, শরীরচর্চায়, খেলাধুলার, সাংস্কৃতিক কর্মকাণ্ডে এবং মানবিক গুনাবলীতে একজন শিক্ষার্থী যাতে সঠিকভাবে বেড়ে উঠতে পারে, বর্তমান বিশ্ব সভ্যতায় অবদান রাখতে পারে। সে লক্ষ্যেই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। আমার দৃঢ় বিশ্বাস অভিভাবকদের আন্তরিক সহযোগিতা, শিক্ষকমন্ডলীর নিরন্তর প্রচেষ্ঠা এবং শিক্ষার্থীদের কঠোর অধ্যবসায় এ তিনের সমন্বয়ে প্রতিষ্ঠানটির সাফল্য উত্তরোত্তর বৃদ্ধি পাবে।